তোমার বাড়ির সামনে রোজ ফুল হাতে দাড়িয়ে থাকি
ফুল বিক্রি করি না একটাও
অথচ
        তুমি সামনে এলে
নিঃশব্দে বাড়িয়ে দিই কয়েকটা জুঁই।
আর কিছু না,
              বাকিটুকু জানবে মৃত্যুর পরে।


তখন তুমি সব ফুল ফিরিয়ে দিও
বুকের মাঝে নামিয়ে দিও 'পপি '।


তোমাকে গোপনে ভালোবেসেছি
অথচ চোখেমুখে এক অস্থিরতা আস্ফালন করেছি,
তুমি ফুলবিক্রেতা ভেবে আমাকে দ্বিধাহীন বাড়িয়ে দিয়েছি আধুলি
অথচ তুমি জানো না আমার ফুলে ফুলে আত্মসমর্পন।