চিমনির ভেতর রক্তের শলাকা দাউদাউ ল্যাব্রাডার
চোখের জল খসিয়ে নিচ্ছে লাল আংরা
দেশলাই কাঠির বারুদ।


মাতৃগর্ভে রক্তদান শিবির
আমরা সবাই রক্তাল্পতায় ভুগছি
মা রক্তদাতা।


এক ঢাল চুলে প্রজাপতি বসলে মনে পড়ে তার মৃত প্রেমিকের কথা
নিভাঁজ শাড়িতে কাঁপা ঠোঁটের লিপস্টিক
কাব্যকাশের প্রেমিকা, কুহক রাত।


মৃত্যুর শিল্পী অহর্নিশ পিরামিডে এঁকে দিচ্ছে দগদগে অহংকার
করতালি ছাপিয়ে ওঠে উন্মাদের উন্মাদনায়
আরক্ত বন, ধূসর স্তন।


রন্ধ্রে রন্ধ্রে বাঘের হাহাকার
আত্মগোধুলী মন, সূর্যসমুদ্র হ্যাংওভার কাটানোর উপায় নেই।।


-----+++++-----------------------
22/7/2020(০৬শ্রাবন ১৪২৭)