রাতে কোথায় শুয়ে জানি না
অনেক দূরে তুমি
বলার কিছু নেই
তাই ছুঁড়ে দিচ্ছি দীর্ঘ চোখের ভাষা


স্বপ্ন হুবহু তোমার স্মৃতি নিয়ে দাড়িয়ে
গুমোট গরমে অস্থির জানলার পর্দা
ভেতরে ফাঁকা কবর
মাটি ফুঁড়ে একটা ভালোবাসার বীজ এখন গাছ


আর গতরাতে যে গলায় দড়ি নিয়েছিলো
তার গলার দাগ রয়ে গেছে আকাশে


নির্জন শহর
অন্ধকারের ছোবল
বগলে চাপা বাজপাখির চিৎকার
একটা লণ্ঠনের মতো নক্ষত্র
বিচিত্র মানুষ গুলো যেন প্রাচীন কালের ভাস্কর্য ॥
-------------------------------------
15/10/19