দুহিতা গাছগুলো উলঙ্গ হয়ে নির্লজ্জ ভাবে স্নান করছে বৃষ্টির ধারায়
প্রত্যন্ত মন
চামড়ার আড়ালে আজও আমি পাপি
দেখছি আড়ে আড়ে


বাসর ঘরের দেওয়ালে দেওয়ালে যৌবনমাখা ফুলের গন্ধ
ঢুকে গেলো কামুক নাকে


জানালার কাঁচে কাগজের পর্দা ওঠে নামে অবিরত
জারজ সমাজ
জারজ আমি


খড়ের ছাউনি ফুঁড়ে বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিলো পুস্তকের পাতা
তারপর ভোর আর গোধূলির জল্পনা
আমার মাথার ভিতরে একটা শিশু ঘুমাচ্ছে অনাদিকাল
সূর্য আর মাটি আলিঙ্গন করতে ব্যাস্ত


সমুদ্রের ধুকপুক বুকের ঢেউয়ে ভাসতে থাকি
পেটের ভেতর গাংচিলের চিৎকার


একটা গোঙানি শুনতে পায়
জানি না কিসের
একটু এগিয়ে দেখি নির্যাতনের গোঙানি
জ্বলতে থাকি একান্তে ॥


---------------------------------------
10/11/19