কোথা থেকে এতো এতো মান্দার এসেছে?
হ্যাঁ গো তোমরা কি রিফিউজি, তোমরা কি মিশকালো মেঘ -
কথা এতো শান্ত কেন, হাতগুলো এমন ল্যাকপ্যাক করছে কেন
ওদের কি মা নেই, ওদের কি আলো নেই।


ওদের জরাজীর্ন কুৎসিত মুখে জল ছিটাও --তুমি
এসো ওদের পাশে এসে বসি --শরীরের বল্কল ছেড়ে।
এই পরিহাসময় ধ্বংসের ধারে দু হাত খুলে রাখো নিঃস্বদেহ
এতো যাযাবর জীবন, এতো লাঞ্ছনা
কবুতর ওড়ানো বিকেল
আমি মানতে পারিনা।


ওদের আবাস্থল দিয়ে ভরিয়ে দিয়েছো সমুদ্রসফেন
এবার কি তবে ওদের মুখে বিষ দেবে, ধ্বংস করবে মাথার ঘিলু-
রিচার্ড --আমার শরীরেও দুর্গন্ধ আছে আমিও বিপ্লব
আমার সাথে তুমি আর মিশোনা --


ওদের দেবতা নেই, ওদের মন্দির নেই
আমি ওদের সাথে মিশে যায় -একবার বলো
ওদের ভিতরে জলের ঘূর্ণি নেই
ওরা চতুর্দর্শীর রাতের কালপুরুষ।