এইমাত্র যে তোমার পায়ের তলায় চটি
আবার পরক্ষনেই কঠোর শাস্তিদাতা
কখনো সে পড়ন্ত রোদে গাছের ছায়া
প্রবল বৃষ্টিতে মাথার ছাতা।
আবার মুহূর্তেই চাপিয়ে দিচ্ছে ঘোড়ার পিঠে
কাল সে তোমাকে মারবে বলে
তেল দিচ্ছে বেতের ছড়ি।


এই তোমার জন্য মুখে মাখছে কুৎসার কালি
আবার এই গিলে খাচ্ছে রাত


বন্ধু নাকি শত্রু, প্রেমিকা নাকি প্রতিবেশী
শুভাখাঙ্খি নাকি প্রতিদ্বন্দ্বি।


কিছুতেই বুজে উঠতে পারবে না
তোমার ঠিক কে হয় বাবা।