চোখের জলে ডুবে থাকা নদীমাতৃক জীবন
আমার বিছানার তলায় বাসা বেঁধেছে কবিতা গায়ে দুঃখের প্রলাপ মেখে
জঠর যেন খিদের ব্যঙ্গ বিদ্রুপের ভ্রূকুটি
চামড়ার বাকল খুলে চিরনিদ্রায় হৃদপিন্ড।


প্রগলভ আগুন
ক্রুশবিদ্ধ শরীর


আমি রক্তস্নাত পঙ্ক্তিমালা লিখেছি বিবর্ণ মনে
হৃদয়ে আলোর প্রদীপ রক্তকণিকার নিঃসৃত ক্ষরণস্রোত...


উন্মাদ কুকুরের গাঁইতি সঙ্কেতে বিপুল ভয়াবহতা
পাঁজরে কোপের পর কোপ
ঝাঁঝালো সূর্যদয়ে ইঁদুর, বাদুড়, তিক্ততার মিছিল.।


পোস্টমর্টেম কোলাজ
মেঘ রক্তাক্ত জাবেদা যা ঈশ্বরের ঠিকানা
অষ্টাদশী প্রেমিকার দেহাতি সুগন্ধ।


ঘূর্ণির ভেতরে জলবন্দি মৃতদেহ
বুঁদো ঘরের আকৃতি
বুক চুঁইয়ে অশ্রু ফোঁটা নির্নিমেষ শরীরে মেখেছি... খিদের মিটার আকাশচুম্বী.....।।
--------------------------------------
24/7/2020(০৮শ্রাবন ১৪২৭)