খিস্তি আমরা কম বেশি সবাই দিই
এইসব সা রে গা মা পা পেরিয়ে খিস্তির কাছেই ফিরে আসি


শুধু ঘটি নিয়ে একটু একটু করে গায়ে জল ঢালা
                 মানুষের ধর্ম নয়,
মাঝে মাঝে ডুবে যাওয়া জীবন।


না না সিগারেট ধরাবেন না, শুনুন
আমি বলছি,
মানুষকে আনন্দে, উন্মাদে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছেখিস্তি।


কি মশাই, বিশ্বাস হচ্ছে না ----
একবার আয়নার সামনে যান

দেখতে পাবেন
                     রক্তে মিশে আছে খিস্তি
তাইবলে হাতঘড়ি খুলে
                হাটকাটার দরকার নেই
দুবেলা আয়না মুছুন।