আমার শরীর পাতালে চাঁদ উঠে ডুবে গেলো সন্ন্যাসিনী হয়ে
দুটো নদী যোনির গন্ধ শুঁকে ঝড় হয়ে উবে গেলো
এই মুহুর্ত্তে কুকুরজনম সার্থক হবে
আমার বিষন্ন অন্ধকারের স্তব্ধ নির্জনতার ভেতর কবর খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে হয়


আমার ভয় হচ্ছে অন্ধকার মানেই আর্তনাদ
কুকুরের তীব্র চিৎকারে ফিনিক্স বেহাগ
উল্কাপাতের গভীর অসুখ মশাল চোখে


নার্গিস ফুল,
প্রেমের তেজাব


লাঠাইয়ের সুক্ষ সুতোয় সহসা পর্বতের রক্তস্রোত
প্রশস্ত কর্মক্লান্ত জীবন সরণির শেষে শিশিরবিন্দু
ক্ষুরধার হেমলকের ফুসফুস


আয়নার মুখমুখি অভিনয়ে দক্ষ হয়ে উঠছি প্রতিদিন
অবশেষে আমি সঙ্কল্প অক্ষম


সুঢৌল স্তনের রিজার্ভার এগিয়ে আসছে
আকাশের ছেঁদা দিয়ে ভাপ উড়ছে
সূর্য নর্তকীর ছদ্মবেশে পানশালায়
আমি যোনির জিভ বড় হতে দেখেছি
আর পাখিরা কিভাবে থুথু ছেটাচ্ছে
সভ্যতার নহবৎখানায়।


--------------------------------------
30/8/2020(১৩ভাদ্র ১৪২৭)