রক্তের সমুদ্র
আর বিড়ালের নীল চোখে যে প্রাচীন লিপি
তার পাঠোদ্ধার অসম্ভব


ইতিমধ্যে একজন ধর্ষকের লিঙ্গ কেটে ভাসিয়ে দিয়েছে সেই সমুদ্রে
আর আমরা বিবশ  হয়ে দেখছি সেই নির্মম দৃশ্য
গলায় আইডি কার্ড ঝুলিয়ে হনহন করে হেঁটে গেলো একদল মানুষ
আদেও কি তারা মানুষ?


বিকেলের নাভির কাছে হাঁটুমুড়ে বসি
আর চুমুক দিই সমুদ্রের যৌনাঙ্গ


অন্যদিকে কে যেনো পৃথিবীকে শিকল দিয়ে বেঁধে রেখে চলে গেছে
আর আমি ভাবছি সমাজে জুলুম আর জালিম শব্দের ভয়াবহ অর্থ


বিপদের একরত্তি ঘাটতি নেই


কালো চুলো আরো কালো
কাজল বরণ আঁখি যেন নিকষ অন্ধকার


ঐদিক আদিখ্যেতার সূর্য উঁকি দিচ্ছে অকপটে
আমরা মানুষ না ধর্ষক !
আকাশের চোখের জলে সমুদ্র আরো বেশি সমুদ্রে পরিণত হলো


ভোর হচ্ছে নৌকা ভাসিয়ে দিই চোখে
মনের প্লাবনে আমি নিখোঁজ
সেই ধর্ষিতা সমুদ্রের মতো।


----------------------------------------
27/9/2020(১০আশ্বিন ১৪২৭)