এতো হাসি
তবু আমি সীমাহীন হাসতে পারি না
ঘুরে ঘুরে ফিরে আসি কান্নার কাছে।
নিজেকে নিজেই দোষী সাবস্ত করি
কাঠগড়ায় দার করিয়ে তর্জনী তুলে নিজেকে প্রশ্ন করি
তুমি কে?
সাবাল আছে
জবাব নেই,
শাস্তি আছে
বিচারক নেই।


এতো সুখী
তবু আমি মাত্রা ছাড়িয়ে সুখ পেতে পারি না
চক্রাকারে ফিরে আসি দুঃখের কাছে।
রাতে ইলেক্ট্রিসিটি নেই, লম্ফে তেল নেই
নিজেকে একটু নিজের কাছে বসায়
জিজ্ঞাসা করি কেমন আছো?
সদ্য বিবাহিত মেয়ের স্বামী হঠাৎ একসিডেন্টে মারা যাওয়া বিধবা মেয়ের মতো পাথরচাপা কন্ঠে বলে উঠি 'ভালো নেই '
সারাদিনে এতো ব্যস্ততা, এতো মেলামেশা, এতো হুল্লোড়
আমি জানি তবু
মন
তোমার কেউ নেই
কেউ থাকে না।


12/9/21/রানীগঞ্জ /পশ্চিম বর্ধমান