মাটির গর্ভে সুদীর্ঘ এক কবরখানা
সেখানে ভুয়োদর্শন ঘিঞ্জি বস্তির রক্তযুদ্ধ


চোখে কাঠামোহীন নৌকা বিহ্বল ভাসছে রক্তস্রোতে
পাঁজরে পাণ্ডুলিপি গুলো পাঠ করছে জমজ উপগ্রহ


অঙ্কুরোদ্গম হয় ভালোবাসার


কন্টকীব্যথারা চণ্ডাল সন্তানের মতো তরঙ্গমচিত
সুষম পতাকার মাঝখানে দহনের গোপনতা


রেঙ্গুনে যৌবনের দামালপনা যেন মধুর আগুন
হাপিত্যেশের থার্মোমিটার যেন নরখাদকের ইশতেহার


অনুতপ্ত নাকি ক্লেশ এই অন্ধকার নাটকের উপসংহার
হাস্নুহানার মাছরাঙা বাতাসের যন্ত্রনা ছুঁয়েছে হৃদয়ের গোলাপ


হাসপাতালে হারিয়ে যাওয়া অহংকারের প্যালেস্টাইনও
নীলমেঘ ঢাকে মৃতুঞ্জয়ীর মৃত্যু
মানিপ্ল্যাংন্টের পাতা থেকে চুইয়ে পড়ছে নির্ভেজাল রক্ত


হিজাবের পক্ষে গলা তুলছে কিছু মধ্যযুগীয় সালোয়ার, কামিজ
দীর্ঘ নদীর চড়ে প্রজ্বলিত চোখের উদ্গীরণ যেন মাটির গোপন ক্ষোভ
অবাক লাগে শ্মশানের পাশে বসে লেখা সেইসব আত্মস্মৃতির কাব্য, কথা


দ্বিতীয় পুরুষের ভিড়ে মুখে কুলুপ এঁটে সাইকোলজিস্টের উপদেশ
ক্রান্তিকালের গানের হিমশৈল ধুঁকতে থাকে
বারান্দাতে টবের গোড়ায় গোধূলি মৃত্যুর খবর
নিয়ে ডুবে গেলো গিলেটিন অন্ধকার।।


17/7/2020(০১শ্রাবন ১৪২৭)