বেশ কয়েকদিন হলো আমি ভরাজলে বাবার মতো দ্বিধান্বিত
পশুর মাংস যেমন, শরীরজুড়ে ছু -ছুটন্ত ভাসমান মেঘ
আমিই জানি বেদনার অপর নাম তুমি
কোনো অলীক ধীবর এসে ছুঁয়ে যায় জলতরঙ্গ।


এসো মুখোমুখি বসি
দুই দীর্ঘশ্বাসের মাঝে রাখি এপিটাফ।
ক্ষীণ, রুগ্ন, সূর্যের বিকেলবেলা
আমাদের চারদিকে শুধু বৃষ্টি অথবা জলকেলি।


আমি সলতে পাকায় চৌরাস্তায়
চুলে পাক ধরে, ঠোঁট অবুঝ, এক বিষে বিষ।
বেশ কয়েকদিন হলো আমি মরুভুমি মায়ের মতো দ্বিধান্বিত, সমুদ্রজন্ম  যেমন,আমাদের দেখা হবে হয়তো বা হবে না।