অপ্রতিরুদ্ধ যন্ত্রনায় পাথুরে হৃদয়
বুকের ভেতর দগদগে লাভা, কোঠাবাড়িতে বাল্বের কাচে ধুলো
ঝুলন্ত আয়নায় পৌরাণিক কাহিনী
প্রসাদি ফুল যেন খুনির প্রকৌশল ড্যাগারের প্যাঁচ।


একবগ্গা মাঝি
শরীরের নিচে নৌকা
স্ট্রিটে পোস্টের আলো মেঘেদের রেস্তোরায়, মুমুক্ষ শব্দতরঙ্গ
নিষ্ক্রান্ত বাষ্প উরুলোকে ছুটে যায়, পল্লবী আকাশ।


বারুদের অবাক চোখ, শূন্যরোহী আলিঙ্গন
কল্লোল জেগেছে মাইক্রোফোনে
প্রেমিকা বল্লভা আমি আত্মরতি।


সাদাকালো ব্লকদ্রুম ছায়া প্রেমিকার স্তনে
মন্ড মন্ড প্রসাদ, অতনু দূর নদীপথ
পিটুল গাছের মাটি, শূন্যে লাফিয়ে ওঠা খনিজ রক্ত।


এক ঝাঁক বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে শেতাঙ্গ ফুল হাতে
শরীর যেন মগ কফির ফেনায় বুদবুদ
ইমনের স্নান ঘরে শুদ্ধ ধৈবত ছুঁয়ে পঞ্চমে বসি।


---------------------------------------
8/8/2020(২৩শ্রাবন ১৪২৭)