রোদবৃষ্টি একসাথে টোপর মাথায় বিয়ের পিঁড়িতে
তালি দেওয়া জীর্ণ কাপড়
তারপর কাব্যগ্রন্থ


আমার পায়ের তলায় দুরন্ত গ্রামগুলো কাবাডি খেলায় ব্যাস্ত
চাবুকের দাপটে ছিন্নবিচ্ছিন্ন রক্তের সম্পর্ক
হোক না রক্তাক্ত আকাশ
দুঃস্বপ্ন


নৃশংস সূর্য হজম করছে একটা আস্ত দিন
কি আশ্চর্য
নগ্ন দেহে ঢুকে গেলো কামুক রাত্রি


খড়কুটো সব পেটের ভেতর
সন্ধায় ডুবছে অনন্তকালের নীলাভ মেঘ
ঘোমটা মাথায়


ঝুমুর বৃষ্টি , আর মাটির সোঁদা গন্ধ
একটা ফর্সা মেয়ের স্যাঁতসেঁতে ভ্রূণে আশ্রয় নিয়েছি
দরজায় চৌকাঠে পিষে যাচ্ছে ছোটখাটো শরীর


আইবুড়ো চোখদুটি নষ্ট ধানক্ষেত


আমার আর দেখা হলো না কিছুই ॥
----------------------------------------
12/11/19(২৫কার্তিক ১৪২৬)