তোমার ছেঁড়া ফ্রকে লেগে আছে পদ্ম হাতে রাত
দিনের বেলায় লণ্ঠন জ্বেলে খুঁজছি তোমায়
মানুষ তো নদীর থেকেও বড়


দত্তক নেওয়া পথ আমার সন্তান
ধীরে ধীরে বাড়ছে দূরত্ব
চারপায়ে গুঁড়ি মেরে গিয়ে কবরের ভেতর আশ্রয় নিলাম


তারপর প্রেম , চুমু, আলিঙ্গন
ইঁটের পর ইট দিয়ে তৈরি আমার শরীর


গা ধুতে রক্তের দরকার
জলের প্রয়োজন শুধু বাঁচতে


এ বয়সে প্রেমে পরা বারন
ফিসফাস করে উন্মাদ গ্রামগুলো
আমি হাঁসের মতো গা ঝাঁকালাম গভীর সমুদ্রে


লেবুর কোয়ার মতো ছাড়িয়ে নিচ্ছি সময়ের রসদ
ফুলের ডালি হাতে
বাগানে সহস্র মৌমাছির উপস্থিতি


সূর্য্যের ভিতরে স্নান করি আলোর ঝর্ণায় ॥
----------------------------------------
13/11/19(২৬কার্তিক ১৪২৬)