স্নান সেরে উঠে দেখি, পুকুরটাই নেই
মানুষের চারপাশে সূর্য ঘুরছে ঠিক সুপ্ত নবজাতকের মতো
ঠুংরির মতো বেজে উঠেছে অতীতের সব চিত্রনাট্য।


ঝড়, বজ্র তুফানের ভেতর দাঁড়িয়ে হ্যারিকেনের স্থির শিখা
জীবন যেমন নৈবেদ্যর থালায় কদমকুঁড়ি মালা।


অঘ্রানের চাঁদ


ফাৎনা নড়ছে, শোকাতুর প্রজাপতি
তোমার মনের ভেতর ধুপ ধুনোর গন্ধ, শরীর যেন মন্দির
প্রেমাশ্রু বুকের ভেতর রেখে ঋতু স্নানের গল্প শুনি সন্তপর্নে।


সমুদ্র খেলা করে চোখের ভেতর, কৃষ্ণচূড়ার ঘ্রান
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে আমার কল্প ঈশ্বর।


হিংস্রতাই ভোগের অভীপ্সা


ফোর্থ ডাইমেনশন
শুধু আমার হাতদুটো শূন্যে দোল খাচ্ছে
আর কর্কটরাশির উপন্যাস।


আমি আবার সেই পুকুরে নামি
জল নেই একফোঁটাও
উঠে দেখি সব জল আমার প্রেমিকার চোখে..।।


----------------------------------------
6/8/2020(২১শ্রাবন ১৪২৭)