রক্ত ধমনীতে ক্রমশ জটিলতর হচ্ছে মেঘ
ভেঙে যাওয়া রবীন্দ্রসেতুর নিচে স্বচ্ছজলের সুড়ঙ্গমুখ
লন্ঠনের আলোয় তোমার অন্তরঙ্গ কথাবার্তা
লোহা লক্কড়ের রুক্ষ দেশে তোমার গানে তৃষ্ণাকাতর।


একযুগ অন্ধকার শরীরের ভেতরে ঠিক পোড়া মবিলের মতো
বিন্দুবিসর্গ লুকিয়ে নিস্তেজ মনখারাপ
তুমি নরকের সমুদ্রে প্রেমিকার চোখ এঁকে দিচ্ছো
ঈশ্বরের জমজ মুখের মতো।


রাত্রির আগাছা চৌহদ্দির ভেতরে কথা বলছে ভগ্নহৃদয় নিয়ে
আমি আদিগন্ত পাঠ করছি তোমার চতুরঙ্গ।


রক্তঝরা আকাশে ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে
পুকুরের তলায় ভোর হচ্ছে
তুমি অন্ধ পেঁচার ডাকে জেগে উঠলে..
আস্ট্রেতে স্তব্ধতার পোড়া ছাই বাতাসের অনুভূতি জানে না।


তুমি স্বপ্নের ভেতরে বৃষ্টি আনলে
টুকরো টুকরো অন্ধকারের দুর্ভিক্ষে সঞ্চয়িতার রকমারি ঝলকাত
অবিশ্রান্ত সন্ধ্যাতারার কলরব
রমনীদের ঘাট
এখনো লুকিয়ে ভালোবাসো তারা জানতে পারে না
আমিও ভালোবাসি তোমায় ঠিক আয়নার ভেতরে।


25/6/2020(১০আষাঢ় ১৪২৭)