আনপ্লাগড সিমফনিতে সুর ওঠে বিষাদের
দুঃখের একটুকু বিচ্যুতি নেই, স্পন্দনের অনটন নেই
এক ডাহুকডাকা অবসন্ন দুপুর
ভালোবাসার জটিল বয়নে শোক গাঢ় হয়ে উঠলে মনের তৃষ্ণা যেন আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে
অঙ্ক স্যারের গাণিতিক প্যারাডক্স যেমন হয়


পৃথিবীত তো ঘুরছেই আমাদের পায়ের নিচে
হিজিবিজি বুকচেরা হৃদপিন্ডে এক অমোঘ দহন
সম্পূর্ণ অনিকেত। কয়েক শতাব্দী বেদুইন প্রেমিকার ভালোবাসা


আমি ওয়ার্ডসওয়ার্থ পড়ছিলাম --অনলে তৃষ্ণার বিষগ্রাসী কিশোর চোখকে
একটা মেয়েকে ছিঁড়েখুঁড়ে খুবলে নষ্ট করল গল্পের শকুন
শুইছিদ্র পথ
জন্মান্তর লিখে রাখি, লিখে রাখি অশ্রুত বেহাগ


হাতের তালুতে ধ্যানমগ্ন ঋষির শির দাঁড়াতে অসহ্য যন্ত্রনা
চারপাশে তালপাতার ছায়া
বুকের ভেতরে বেজে ওঠে একটা পৃথিবীর ভাঙচুর


শোকার্ত প্রেম
বেশ্যা নারীর চোখ
আর মায়ের শোক


আমরা আবার শঙ্খপুরুষের ছদ্মবেশে জন্ম নেব ছাইয়ের স্তুপে
ভয়ার্ত নিঃশ্বাসে আমি হাওয়া
ভাড়া করা পৃথিবী
ভাড়া বাকি আছে কয়েক শতাব্দী
ঋণশোধ হবে না এই বিষাদ পৃথিবীর।


----------------------------------------
28/10/2020(১১কার্তিক ১৪২৭)