সমাজের মুখের ভেতর চোয়ালের হাড় পর্যন্ত পচা অসংখ্য অসুস্থ্য দাঁত নিয়ে আমি আবারো দুকথা বলছি।
কেউ নেই
ফুসফুসে হাঁপরের ওঠাপড়া
গভীর চোখের ভেতর ডুবে থাকা আত্মীয়
শরীরের ভেতর আর এক শরীরের দেখা
নিবুনিবু আলো কাঁপছে দীর্ঘশ্বাস ফেলার ভারী শব্দে


কি অতল অন্ধকারে একাকী দাঁড়িয়ে থাকা
দৃষ্টিহীন বিশুদ্ধ্ব একটা মৃত্যু
চিরকাল যা শুধু আমারই ঘূর্ণাবর্তে জড়িয়ে যাওয়া


আমাদের প্রণয়ের বিছানা মৃত্যুপুরি
পা থেকে মস্তিস্ক পর্যন্ত বেমেরামত কলকব্জা
আমাকে দেখলাম। কত ছোটো হয়ে এসেছি
অথচ কোনো অনুতাপ নেই
আমি জানি
এ সার্কাস ছাড়া আর কিছু না।
----------------------------------------