স্বাধীনতা তুমি
শহীদ মিনারে প্রাণ শোভিত অবিনাশী শ্লোগান।
স্বাধীনতা তুমি
সবুজ মাঠে কৃষকের ঘামে সতেজ ফসলের ভারতমাতার প্রাণ।
স্বাধীনতা তুমি
দুরন্ত ছেলের দল।
স্বাধীনতা তুমি
মায়ের ঠোঁটে শুভ্র কাঁপন হাসি
মেঘে মেঘে ঝড়ো উদ্দাম।
স্বাধীনতা তুমি
পুলের ওপর দেশে বিদেশে ঝক ঝক ঝক ছুটে চলা  উদ্দাম সেই ট্রেন।
স্বাধীনতা তুমি
রাতজাগা শিশু রাতে ঘুমপাড়ানি গান।
স্বাধীনতা তুমি
সেলাইয়ের কলে রিফু করা মায়ের ছেঁড়া শাড়ীর আঁচল।
স্বাধীনতা তুমি
দৃপ্ত ভঙ্গিমায় অমিত্রাক্ষরে লেখা কোনো কবিতার কবি।
স্বাধীনতা তুমি
পাখির পালকে কিংবা প্রকাশ্যে রাস্তায় ক্ষিপ্র মাত্রাবৃত্তে গাওয়া উঁচু পর্দায় সেতু বন্ধনের গান।
স্বাধীনতা তুমি
চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুকের মার কিংবা বেদনার্ত মুখ।
স্বাধীনতা তুমি
গীতায় বলা শ্রীকৃষ্ণের দিলখোলা মুক্তির বাণী।
স্বাধীনতা তুমি
গ্রামের পুকুরে গ্রীষ্মের দুপুরে বেপরোয়া ছেলের সাঁতার।
স্বাধীনতা তুমি
নিরন্ন বুভুক্ষ মানুষের দলে আমার জন্মভূমি বলে চিৎকার।
স্বাধীনতা তুমি
ক্ষুরধার হিংস্র বাঘের গর্জন।


স্বাধীনতা তুমি
স্বাধীন, পাখির পালকের মতন,
স্বাধীনতা তুমি
স্বাধীন, কবিতার মতন।


----------------------------------------
15/8/2020((৩০শ্রাবন ১৪২৭)