শিশিরের নরম যোনির সাদা ঘ্রান,
মাটির নাভিতে অন্তহীন কামনার রামধনু চুম্বন, শুশ্রুয়া
অনুত্তেজিত স্তন, নিমগ্ন মৌমাছির গুঞ্জনধ্বনি।


ঈশ্বরের চোখে অগাধ রাত, উড়ো চিঠির দায়ভার
কবরের দিকে পরাস্ত শলাকা
ভিক্ষের ঝুলিতে নব উন্মেষের অপার্থিব প্রেম।


একাকিত্বের গহীন তন্দ্রা ভেঙে বজ্রকুসুম নিয়ে পৃথিবীর বাইরে আকাশ ছোঁবো
বুকের মধ্যে রক্ত শুকিয়েছে
আগুন জ্বলছে ফ্লাইওভারের তলে।


তুমি ধুয়ে ফেলো কলঙ্ক চেনা বৃষ্টির জলে কোনো
মির্জা গ্যালির স্ট্রিটে
রক্তে মেশে  তোমার মগ্ন বৃষ্টির মেঘ।


জানো!অলিন্দে ঘুমানো মনুষ্যত্ব জ্বলছে, পুড়ছে, ধুঁকছে
নিষ্প্রভ আলোকহীন গর্তে
ডিপ্রেশন দ্বন্দ্ব -প্রগলভতা


নিদ্রালু আকাশ
হিজিবিজি হৃদয় গহীনে ঝুলে থাকা আয়াত........


------------------------------------
9/8/2020(২৪শ্রাবন ১৪২৭)