পাথরের স্তন ফুটে রয়েছে অলীক গির্জায়
ভেনাসের জন্ম যেমন হয়
জঙ্গলে সহস্র জোনাকির দুত্যি
ছেলেকে বেঁধে নিয়েছি পিঠে
হাতে নিয়েছি ভিক্ষার ঝুলি


বমি বমি ভাব
সহস্র শুক্রাণুর ভিড় বাড়ে রোজ
দুহাতের আঙ্গুলে খুবলে গর্ত খুঁড়েছি
আর কবর দিয়েছি সন্তানদের


আমার উরুতে গোলাপের গন্ধ ছড়ায়
তোমার দুহাত ভরা কীট


আমার স্তনের সীমানা, উরুর সীমানা অতিক্রম করেছে যে
সে আমার ঈশ্বর, আমার পিতা, আমার বাবু....


আরো আরো অনেক বাবু
শরীরের সব ছিদ্র তাঁদের খুব চেনা


আমার শরীরের দাম আছে বৈকি
কিন্তু আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার না খেতে পাওয়া, আমার ব্যথার কোনো মূল্য নেই
কোনো পরোয়া নেই...


তবে আমার শরীরের মূল্য কত?
----------------------------------------
15/12/2020