কেবল দারিদ্রতার পরেই একটা গল্প, উপন্যাস হয়ে ওঠে
আমার তখন শূন্য চোখে রক্তকরবী ফোটে
নারী হবো, বেশ্যা হবো, বেশ্যালয়ে কিংবা বাড়ির আসেপাশে,
শরীর মরে গেলে, জ্বালিয়ে দিও নাগর তোমার জ্বলন্ত সিগারেটে।


শুনুন বাবু, ঘুম ভেঙ্গে গেলে জল ছিটিয় প্রিয়তমার লাশে।


বাপ্ মা মরা মেয়ে উচ্ছন্নে যায়  কেই বা না তা জানি
সব পুরুষই সেইখানে যায় যেইখানে যায় নারী
ভালোবাসা কি জানে? এই পৃথিবী ভালোবাসার নয় শরীরের কারবারি।


শুনুন সাহেব, ঘুম ভেঙ্গে গেলে ফুল ছিটিয়েও বেশ্যার লাশে


আজ ভোগের থালায় বিষ মিশিয়ে দাও
ঈশ্বর, পাড়াপ্রতিবেশি একটু আধটু খাও,
বেঁচে কেন সবাই মরি
মৌমাছি সেইদিকেই যায় যেদিকে যায় নারী
গাছেরা  কি জানে? এই পৃথিবী ফলের  নয় ফুলের  কারবারি।


শুনুন নাগর, ঘুম ভেঙ্গে গেলে বিষ ছিটিয়েও প্রিয়তমার লাশে


নারী হবো, বেশ্যা হবো
ফুল হয়ে সুগন্ধে ছড়িয়ে যাব বাতাসে বাতাসে।
কেবল অভাবের পরেই একটা নারী
বেশ্যা হয়ে ওঠে
আমার তখন খাবার থালায় উলঙ্গ শরীর নাচে।


ঘুম ভেঙ্গে গেলে ধুপ জ্বালিয়ো তোমার ভোগের থালার পাশে।