কি মুশকিল
দুঃখ এলে আমার রক্তের ভেতর টকাস টকাস দৌড়ে যায়
অকুলানের সংসারে ছয়টা লাগামহীন ঘোড়া
ইচ্ছে করে নেশা করি মারাত্মক,
যখন বাড়ির মেয়ের বুকে দেখি সিগারেটের ছেঁকা
যখন বুড়ো বাপটার শরীরে দেখি বুটের লাথি
আমি পুঁইলতার মতো সেঁটে যায়
শরীরে সেতারের বাদ্যযন্ত্র বেজে যায় স্পন্দনরত ঘুমন্ত মানুষের মতো
রক্তে ভেজা মানুষগুলো দেখলে আমার রক্তবমি হয়
দুঃখ, তোমার কি কেউ নেই আমি ছাড়া?
অভাব, তোমার মতো এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি
দারিদ্রতা তুমি কি আমাকে হিসাবের বাইরেও বেহিসেবি ভালোবাসো?
আজকাল কোনোকিছুই মন বসে না
আমার চৌচির শরীরে তোমার সুমঙ্গলি বর্ষাকাল
বুঝেছি আমি ক্রিমিনাল
আমার দোষ অনেক
তবে দুঃখ মৃত্যুর পরেও যেন আমার কবরের স্মৃতিসৌধে লিখে দিও "নো কিসিং জোন '....
যদিও এ তালাকনামা তুমি মানবে না জানি
আমার জীবন অনেক।