আমি যদি দ্বীপখানি জ্বালি মোর দ্বারে ,
              মেঘে ঢাকা ঝড়জলে দুর্দিনে ।
তবুও কি জলবে সেই শিখা ?
দুর্গম আঁধারে কি পাবো সেই আলোর দেখা ! ॥


আকাশ নিত্যকালের বন্ধু আমার ,
           আমার প্রতি তার ভালোবাসা ছিল অপার ॥


সেই ছেলেবেলার মারামারি আর খুনসুটি একদিন ভালোবাসায় হয় পরিণত ,
         কিন্তুু হঠাৎই একদিন আমার পিতা হলো গত ! ॥


কিন্তুু আকাশের বাবা পারেনি মানতে মোদের মিলন ,
         আমায় নাকি নিয়ে যেতে চাই বিদেশে !
কিন্তুু জানি না কেন এই খবরটা আমার কাছে চাইলো রাখতে গোপন ॥


তবে আমাদের ভালোবাসা না হয় গোপনই থাক ,
          ভালোবাসার সদ্য গাছ বদ্ধ ঘরেই মারা যাক ॥
হেতু নাকি তিনি আমায় ভালো ঘরে দিতে চায় বিয়ে ,
     তাই উচ্চশিক্ষার জন্য বিদেশে গেল নিয়ে ॥


কিন্তুু মোর স্বপ্নের শিখার সলতে ,
          জানি না কেমনে দ্রুত গেল ঝলসে ! ॥


এমনই এক ঝড়জলের রাতে আকাশের বাবা আমায় করেছিল ধর্ষণ ,
             প্রভু যেন তাহার মতন পাপি লোকের মাথায় করে বিদ্যূৎ বর্ষণ ! ॥


সেদিন তার বলিষ্ঠ বাহু বন্ধন থেকে নিজেকে পরিনি করতে মুক্ত ,
            তার হিংস্র বাসনা আমায় কাঁটার মতন বিঁধিছে গায়ে , যেন বাহিত হয়েছে রক্ত !


আমার পিতাতুল্য ব্যক্তি , সেইদিন যেন এক ক্ষুদাথ বাঘের মতো করেছে আমায় শিকার ,
          তাই সেই মানুষরূপী পশুর প্রতি আমার বিপুল ধিক্কার ! ॥


সেদিন কম্পমান স্বরে বলেছিলাম ,
    ' ' দয়া করো , দয়া করো মোরে ,
কিন্তুু ও ছিল তখন সম্পূন পিশাচ ' ' !


সে সম্পর্কের বেড়াজাল টপকে আমাকে করেছিল গ্রাস ,
          অসহায় ভাবে সেইদিন শুধুই করেছি বিলাপ ! ॥


আর প্রভুর প্রতি ছিল শুধু একটাই উক্তি -----


  ' ' চক্ষুহীন , কর্ণহীন , কি প্রভু তুমিও
         আমরা যে বলি তুমি অন্তর্যামী ! ॥ ' '


তাদের অতৃপ্ত বাসনার কাছে হয়েছি আমি নস্ট ,
         জীবন উদাসীন , আশাহীন , তামাশায় হলো পরিণত আজ পস্ট॥


                 6/7/19
            ২০আষাঢ় /১৪২৬