ঈশ্বর কাগজের ধর্ষক বানিয়ে ছেড়ে দিচ্ছে পতিতালয়ে
সমুদ্রের কুমারী যোনিমুখ
একে একে সব লাশ উড়ে যায় অলৌকিক পৃথিবীর পথে
ইতিহাসের তাঁবু
আমি একটা ভিজে কাঠ ধরে ভাসছি সেই সমুদ্রে


হাতের তালুতে মায়ের খোঁড়া কবর
মরা বৃষ্টি
আর সেগুন পাতার আংরা


আমার প্রেমিকার উরুতে এতো শোক, এতো বিষাদ, এতো মায়া
যা বেঁচে থাকার অভীপ্সা


মায়ের কবরকুঠিরে পিদিমের আলো
ফালি ফালি রোদ এসে পড়ছে শরীর পাতালে
তবুও আমি খুব করে চেয়েছিলাম মেঘ....... না না
টুপটাপ বৃষ্টির ফোঁটা, মহানন্দা নদী, ডোমবন


ঈশ্বর কাগজের ধর্ষক বানিয়ে ছেড়ে দিয়েছে এই পৃথিবীতে
আমরা সবাই ধর্ষণের স্বীকার
আমাদের রক্তে টগবগিয়ে ফুটতে থাকে সূর্যদয়ের ঘ্রান


কবর ডুকরে কাঁদে
জীবনটা বেশ
আর মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা
তারপর সন্ধ্যা ----


----------------------------------------
26/11/2020(১০অগ্রহায়ন ১৪২৭)