শুনলাম তাকে শ্মশানে  নিয়ে গেছে !
কিন্তুু সে যে আগুনকে ভয় পায়
গত রাতে যখন গোটা পৃথিবী নিবিড় ঘুমে আচ্ছন্ন
তখন সে মৃত্যুর পথ খুঁজে পেলো ।


সে জীবন স্রোতে ভাসতে পারেনি
অন্ধকারের জোয়ার তাকে অদৃশ্য করেছে
শুধু একটা পেঁচা ছিল সাক্ষী


সে দিন রাতে আমাদের ভালোবাসার জাল টা ফেঁসে গিয়েছিল
সে স্তনের ভেতরে অভিমানের সাদা কাপড় জড়িয়ে নিয়েছিল
সেদিন শশ্বানে  তার দগ্ধ দেহের ধোঁয়ার হুকে আমার চোখ আটকে গিয়েছিল


আর ঘুম আসে না
এখন গভীর রাতে শিশিরে ভেজা ঘাসের ডগায় বসে
কাল যাপন করি


বৃষ্টির রাতে আমি আগুন জ্বেলেছি চিতার
আগুনের রং রক্তের মতো লাল
বৃষ্টি ভেজা পেয়ারার পাতার মতো
বাতাসে খেলতো সে ,
ওত পেতে ছিলো কয়েকটি ছাগল
তারা অপেক্ষা করেছিল একটি নিস্তব্ধ রাতের
আমার দৃষ্টি এড়িয়ে ....
আমার অজান্তেই ....
ছিন্নবিচ্ছিন্ন করেছিল অপরিণত পাতার জীবন
পড়ে আছে বটের নামালের মতো দীর্ঘ ভালোবাসা।


----------------------------------------
25/10/19(০৭কার্তিক ১৪২৬)