অদূরে কিছু মানুষ , স্বপ্নের বাড়ি
চোখের কোনে সন্ধ্যা নামে ,
প্রদীপের কাছে নতজানু হয়ে বসি ।
অনন্ত সমুদ্রের কাছে মৃত্যুর ঢেউ
যেমন ভাসিয়ে রাখে জীবনের কাজকর্ম ॥


বুকের খাঁচায় এতো তাড়াতাড়ি সন্ধ্যা নামে কেন ?
মৃত্যুর কাছে সকলেই শরণার্থী !
মানুষ নিভৃতে অশ্রুতরঙ্গে সর্বেসর্বার শোকসন্তান ।


আমাদের ঠিকানা কোথায় ?
জলের অনেক গভীরে নাকি বুদবুদের ভিতরে ! !
_________________________
29/4/2020(১৬বৈশাখ ১৪২৬)