আমার জিভে একটা বিষাক্ত সাপ ঘুমিয়ে আছে অনন্তকাল
দাঁত ভেঙ্গে উন্মুখ হবার অপেক্ষায়
একটা রং মিস্ত্রি তার স্মৃতির দেওয়ালে রং করছে নিরন্তর
বালতির কানায় কানায় স্বপ্ন


আমার বিছানায় খোলস ত্যাগ করে অদৃশ্য হয়েছে ভালোবাসা
একটি সুগন্ধি ধূপের গন্ধে মাতাল গোটা পৃথিবী
অন্ধকারের স্রোত
দিন হয়নি কোনোদিন


একদিন বৃষ্টি ভেজা জানলার কাঁচে তোমার  নামটাও লিখেছিলাম
সেই স্বার্থের কাঁচ টাও ভেঙ্গে আমার পায়ে ঢুকে রক্তের বহর


একটি মেয়ের ঘৌবন গন্ধে ভরে ওঠে মৌচাক
আকাশে নক্ষত্রের সমাধি
মাটির কালশীর ফুটো দিয়ে গড়িয়ে পরছে গাছের প্রাণ


আমার ঠোঁট সমুদ্র ছুঁতে চেয়েছিলো
গভীরতা দেখে আমার হৃদপিন্ড আকাশচুম্বী


তোমার নীল শাড়ির ভাঁজে লুকিয়ে রয়েছে গোপন রং
আমি চেষ্টা চালিয়েছিলাম ..
ব্যর্থ হয়েছি বারংবার
থাক , অন্ধকারের আকাশে রক্তের ফানুস নাই বা জ্বালালাম


তোমার হাতের মুঠিতে জেদ , ভালোবাসা , অভিমান সব এখন গোধূলিপর্বে
তোমার জন্য মেহেন্দী করেছি শিরায় শিরায়
ভালোবাসার চৌকাঠে দাড়িয়ে রয়েছি অনন্তকাল ...
তোমার অপেক্ষায় ॥
----------------------------------------
31/10/19