তোমার চোখের জলে নিঝুম শব্দ
আমার ভেসে যায় মন
মেঘের ভেতরে মেঘ রয়েছে গুমরে
প্রেয়সী কেঁদোনা নির্জন ।


মেঘে মেঘে বেলা যায়
তুমিহীনা সন্ধ্যায়
বসে থাকি করজোড়ে
আমার চোখ ভাসে কোকিলের বিষাদ সুরে সারাক্ষণ ।


জানি না খসে পড়া তারায় তারায়
বিরহের জাহাজ ভাসে কোন সীমানায়
শান্ত নাবিক তুমি দুঃখের বিশাল ছায়ায়
ওগো বিপদ কাটিয়ে করো আরোহণ ।


মনের ভেতরে আছে বিশাল আকাশ
বন্দরে আসছে জাহাজ
ঝড়ের বিনুনী দেবে  খুলে
এবার বেনামী বসন্তেসুখের  হরিণ করবে বিচরণ ॥


_________________________
20/5/2020(০৬জৈষ্ঠ .১৪২৭)