তোমার জন্য হাত কাটলে, পাগল নাকি?
তোমার জন্য মৃত্যু হলে, হয়তো নিখোঁজ
তোমার জন্য নিঃস্ব হলে, হয়তো অনাথ।


তোমার জন্য গান বাঁধলে, শুনবে কে?
তোমার জন্য কবিতা লিখলে, পড়বে কে?
তোমার জন্য বৃষ্টিতে ভিজলে, ছাতা ধরবে কে?
তোমার জন্য কাজল কিনলে, চোখে পড়াবে কার?
তোমার জন্য ছবি আঁকলে, কাজ কি তার?


তোমার জন্য আমার চোখে জল আসলে, হয়তো দুঃখী,
তোমার জন্য অন্ধকারে ডুবে গেলে, সে কি !
তোমার জন্য হারিয়ে গেলে, খুঁজবে কে?


পথিক কি জানে, গাছের ছায়া কতটা তার জীবনে,
কতটুকু মেঘ ভার আকাশের সংগোপনে।


তোমার জন্য রাত জাগলে, নাম কি তার?
অনাথই তো সে, প্রেমিক বলে, দাম কি তার?


----------------------------------------
13/10/2020(২৭আশ্বিন ১৪২৭)