এই নাও কসাইয়ের ছুরি
এই নাও বুকের চামড়া দিয়ে বানানো রাইফেল
কোথায় নৃত্যাঙ্গনা? কোথায় মেহগনি কাঠের পা?


মানুষেরা ঘুমিয়ে রয়েছে ফুলমনি  জানে
আইন চক্ষুহীন ---
প্রেমিকা আমার হাতে বারবার ভাঙা রাইফেল হয়ে ফিরে আসে।
আজ যুদ্ধ হচ্ছে, আর তুমি
বুঝতে পারছো
একটা ভিক্ষুক খুব কাছেই কোথাও সারাদিন
একটা গানের লিরিক লিখে চলেছে --


কি ভাবছো?
সেলিমও জানে
রাইফেল আর প্রেমিকার দেখা হয় না আর।
তুমিও জানো -
মাঝরাতে  খিদে আর প্রেমিকার আকাশে
সমাজের যুদ্ধের ঘোড়া লাকড়ি হাতে খটখট করে ছোটে।