আজ আকাশ মেঘলা কেন?
ও বুঝেছি তোমার মনখারাপ,
তোমার মনখারাপ হলে আকাশ মেঘলা থাকে
তোমার ঘুম না এলে, রাত হয় না
তুমি চোখে কাজল না দিলে সূর্য অস্ত যায় না
তুমি নীল শাড়ি না পড়লে ঝড় ওঠে
তুমি রাস্তায় ফুলবিক্রেতার কাছে একদিন ফুল না কিনলে তার বাজার মন্দা যায়।


তোমার মনখারাপ হলে বইমেলায় একপাও হাঁটি না
সুনীল, জয়, শঙ্খ, জীবনানন্দ ছুঁই না।
তুমি না হাসলে কবিতা লিখতে বসে একলাইনও লিখতে পারি না, ঘন্টার পর ঘন্টা কেটে যায়
সিগারেট ফুরিয়ে যায়, শুধু তোমার মনখারাপ ফুরায় না।
তুমি রাস্তায় অমনোযোগী হাঁটলে প্রকাশ্যে হাত হাত রাখি
তবু তোমার অভিমান ফুরায় না।
আমাদের চোখে চোখে কথা বলা,
তোমার ঘাড়ে চুল সরিয়ে আলতো করে শুষ্ক চুমু একে কানের কাছে  'ভালোবাসি 'বলার রেষটুকু ফুরায় না,
ভোরের আগে ঝরে যাওয়া শিউলি ফুল আমার আগে কেউ কুড়ায় না
আসলে তোমার অভিমানে কেউ আমার মতো নিপাট জড়ায় না।


তোমার মনখারাপ হলে ইচ্ছে করে তোমার জন্য সাজিয়ে দিই আস্ত একটা ফুলের বাগান, তোমার কোলে বসিয়ে দিই চকলেটের দোকান,
তোমার বাড়ির সামনে বসায় বুকস্টল।
তোমার দুম করে অভিমান হলে আমার বুকের বেডে তোমায় জায়গা দিই,
খুব শীঘ্রই চাকরি পাওয়ার মিথ্যে আশ্বাস দিই,
একবেলা টিফিনের টাকা বাঁচিয়ে তোমার খোঁপায় গুজে দিই গোলাপ।


আমার হাঁটু গেড়ে ফুলের বদলে দুটো শুকনো কবিতার লাইন দিয়ে তোমাকে 'ভালোবাসি' বলা,
তোমার বেস্টফ্রেন্ড নীলার কাছে তোমার পছন্দের রং জেনে শাড়ি কিনে দেওয়া,
তোমার মনখারাপ হলে আমার দ্বিগুন প্রেমিক সাজা,
সারাদিন কাজে না গিয়ে তোমার জন্য কবিতা লেখা,
তোমার পা খালি দেখে নুপুর প্রসঙ্গে তোমার সাথে সময় কাটানো
এসব ফর্মালিটি শুধু তোমার মনখারাপের জন্য
শুধু তোমার জন্য।