নারীর উরুর গন্ধ শুকছে বুনো হাওয়ার দল
মেঘের জরায়ু ছিঁড়ে উবে গেলো দুটি পরিতক্ত গাছ
আমাদের শিরায় টাইটানিকের মর্মর মূর্তি
সমুদ্রের কাপড় ফুরিয়ে এলো
ভালোবাসার আকাশ তাই মেঘলা।


শকুন কাঁদছে রক্তের অভাবে
ঘড়িতে এখন রাত্রি একটা দশ
শরীরে চাঁদ উঠে ডুবে গেলো দ্বিতীয় পুরুষের মতো
আকাশে জুতো পড়ে হন হন করে হেঁটে গেলো মুদির মেয়ে
হয়ত কবরের কোঠাবাড়ির দিকে।


অসুস্থ সূর্য আগামীকালও বিছানা থেকে উঠবে না
অসংলগ্ন ভুতুরে নৌকা চোখের জলে ভাসছে
কৌণিক দূরত্বে দেবাদৃতা র লাশ টা দাঁড়িয়ে আছে অটল
ভোল বদলাচ্ছে হাত ঘড়িটার
ক্ষুধাতাড়িত পতিতারা রান্নাঘরে ফুটন্ত ভাতের গন্ধ শুকছে.।


ইতিমধ্যে শৃগালের ডাকে কবর, শ্মশান থেকে মৃতগুলো
ছুটে গেলো মেঘের দিকে
জারজ শরীর ইতিহাস পাঠ করে শোনাচ্ছে পূর্বপুরুষদের
গর্ভধারিনী ঈশ্বর
ভাঁজ করা দেহের সাঁকো একটি চাকার ভাবমূর্তি
আমি যত ভাবছি পৃথিবী ততো ভাবনার সাগরে
ভেসে যাচ্ছে একটুকরো হাড় মুখে।।


------+-------------------+-----------
20/7/2020(০৪শ্রাবন ১৪২৭