উদ্বিগ্ন এক স্রোত
বিদীর্ণ ভাবনায় আঁধারের শূলানি
জীর্ণ ধরিত্রীর বুকে ধিকি ধিকি রক্তপাত।


অগ্রজপ্রতিম উপন্যাস
আস্ত পোশাকের গায়ে প্রেমের ফাঁদ
নিরাশাগ্রস্ত পৃথিবীর কালো রং।


একটা দেবশিশু
সিংহ চোখ। ছিন্নভিন্ন পৃথিবীর গ্যালাক্সী
রাতের কাগজে জীর্ণ সংসারের আত্মঘাতী
যেন টুকরো টুকরো শকাব্দের বজ্রক্ষোভে বিদিশার জলাশয়।


ক্ষত ঠোঁট
বাঁ কানের ফাঁকে উন্মাদ নদী
আগুনের জলসা ঘরে বুভুক্ষ আকাশ।


প্রিয়তমা
তুমি বাদুড়ের দৌড় দেখেছো, দেখেছো জানলার কার্নিশে
অজস্র মহাশূন্যের প্যারামাউন্ট...


আর কতটা কাঁদলে ভেসে যাবো বলো.... আর কতো টা?
----------------------------------------
19/7/2020(০৩শ্রাবন ১৪২৭)