ভালো মানুষি মুখোশটা••••••
আজ যুদ্ধ করতে করতে ক্লান্ত,
ভেতরের পশুটা তাকে নিরন্তর করছে রক্তাক্ত ।
মুখেতে তার গরম রক্তমাংসের স্বাদ••••••
নরম শরীর পেতে তাই সদাই ফন্দি করতে ব্যস্ত ।


ভালো মানুষি মনটাও যে•••••
হয়ে বেহায়া,
নিজেই দিয়েছিল একদিন, পশুটাকে ছায়া ।
অবচেতন সমাজের হাওয়ায়, নিজেকে ভাসিয়ে••••••
চিনিয়ে ছিল নিজেই, নরম রক্ত মাংসের কায়া ।


ভালো মানুষি চেতনা••••••
আজ মুখ ঢাকে লজ্জায়,
হিংস্র পশুটা হয়েছে বেপরোয়া, ছিঁড়ে খায় শরীরটা বিছানায় ।
লালসার তীক্ষ্ণ থাবা বসিয়েছে••••••
মনে করে ভোগ্য পণ্য, কমলা তনয়া আজ অসহায় ।


ভালো মানুষি প্রতিবাদী চোখ গুলোও•••••••
আজ ম্লান,
পশুটা শরীরী ক্ষুধায় বিভোর, নেই কোনো ইন্দ্রিয় জ্ঞান ।
ভদ্র সমাজের আড়ালে ওত্ পেতে বসে••••••
সুযোগ পেলে বক্ষে বসিয়ে থাবা, ছিঁড়ে খাবে সম্মান ।


ভালো মানুষি চিত্ত••••••
তবু আজও শান্ত,
পশুটাও বাড়িয়ে চলেছে, দিনে দিনে আসুরিক দৌরাত্ম্য ।
কমলা, তবুও আদ্যাশক্তিতে পরিনত হয় না••••••
পদপিষ্ট বক্ষে রেখে, করেনা পশুটাকে ত্রিশূল বিদ্ধ ।।



আমি আমিতেই - 8