ধর্ম, তুমি আজ রঙিন বর্ণ,
কেউ বা রাঙায় লালে,
কেউ বা সবুজে সম্পূর্ণ।
অথচ আমরা সবাই ভুলে গেছি, শ্রেষ্ট ধর্ম,
মানব ধর্ম ।


ধর্মের নামে চলে ব্যাভিচার,
লাল সবুজে রাঙা মানুষই মরে,
চারিদিকে হাহাকার, অনাহার ।
হৃদয়, আজও  ক্ষতবিক্ষত....
সংকীর্ণ মনের, কাঁটা জালে ।
সমাজ, আজও হয় নিপিড়িত,
ওরা ছুরি মারে, ধর্মের ঢালে ।


ধর্ম কি,  শেখায়?.....নাঃ......
তবুও ধর্ম, তোমার নামে কাটে......
শত শত পশু,
কেউ বা কাটে শুয়োর,
কোথাও বা জবাই হয় গরু ।
এরা মানুষ?.... নাঃ পশু...!


তবুও আজো মানুষ বেঁচে আছে,
দুর্বল হলেও, মানব ধর্ম যে, টিকে আছে ।
তাই আজো মনে পড়ে, কত পুরোনো স্মৃতি,
রথের দড়ি ধরে টানা........
রহিমের ঈদের, গলা জড়ানো প্রীতি ।।


Note : দয়াকরে কেউ এই কবিতাটিকে অন্য ভাবে নেবেন না, এটা কেবল মাত্র আমার একান্ত কাল্পনিক রুপক চিন্তার বহিঃপ্রকাশ । বাস্তব জগৎ ও কোনো প্রকার ধর্ম ও জাতিকে কোনো রূপ আঘাত করার আমার কোনো ইচ্ছে নেই। তবুও যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন । ভুল ত্রুটি মার্জনায় কাম্য । সব কিছুর উর্ধে মানব ধর্ম।


আমি আমিতেই - 13