জীবনের জল সিচতে সিচতে,
আজ শেষ লগ্নে দাঁড়িয়ে আছি দুজনা••••••
ইচ্ছে করছে আবার নতুন করে বাঁচতে ।
তোমার হাত ধরে,
কি•••? তুমি ভাবছো বুড়ো বয়সে ভীমরতি•••••••
পঞ্চাশটা বছর কি তাহলে ছিলাম দূরে ?
না•••••! সাথে ছিলাম ঠিকই,
তবে সংসারের নাগপাশে•••••
শরীরী স্পর্শে প্রেম ছিল মাইলের দুরত্ব,
দায়বদ্ধতার কাঁটায় ক্ষতবিক্ষত ।


ভালবাসার সমাধির উপর,
আত্মবলিদানে একটু একটু করে••••••
সাজিয়ে ছিলাম আমাদের সোনার সংসার ।
তোমার সাদাকালো ছবিটা বাবা হাতে দিয়েছিলেন,
আর তা দেখেই বিয়ের পিড়িতে বসা••••••
ফুলশয্যায় প্রথম তোমায় দেখেছিলেম ।
সেই ঘন কালো রেশমি চুলে,
আজ শুভ্র মেঘের আলপনা••••••
মিষ্টি হাওয়ায় দোলে ।
ত্বকের ভাঁজে গোধূলির ছাপ পড়েছে,
তবুও নতুন করে তোমায় পাবার•••••
মনে ইচ্ছে টা জন্মেছে ।


একি তুমি কাঁদছ ?
কেঁদোনা দোহাই তোমায়••••••
জানি খোকার কথা ভাবছো ।
দেখো খোকা হয়তো আমাদের••••••
অন্তরের দুরত্বটা বুঝেছে,
তাই সবার অন্তরালে••••••
10/10এর এই ঘরটা উপহার দিয়েছে ।
বৃদ্ধাশ্রম বলে একে ছোটো করো না,
স্মৃতির অনুরণনে শেষাগ্নির লগ্নে••••••••
আবারও শুনতে চায় মন প্রেমের বীণা ।।



প্রেম মানেনা বারণ - 4