এই ফুল••••••••
এটা তোর কিন্তু ভারি অন্যায়,
কেন তুই জন্মেছিস স্বর্গের উপত্যকায় ?
ফুল তুই জানিস না•••••••?
হেথায় এখন অসুরের বাস,
ছাড়েনা খেতে ছোট্ট কুঁড়ির নির্যাস ।


এই ফুল••••••••
ভাবছিস এটা তো স্বর্গ,
তবে কি করে হলো অসুরের দুর্গ ?
ফুল তুই বড্ড বোকা•••••••
দেবতাদের মন আজ স্বার্থের ক্রীতদাস,
পঞ্চইন্দ্রিয়ে তাই অসুরের অন্তর বাস ।


এই ফুল••••••••
জানি তুই নিষ্পাপ,
তাতে কি? ছেঁড়া পাঁপড়িতে আজ আসুরিক ছাপ ।
ফুল তুই ছোট্ট, কোমল••••••••
তবুও ঝলসে যাওয়া পরাগের রুদ্ধশ্বাস,
শান্তির বাতাসে আজ ভিড় করে দুষিত নিঃশ্বাস ।


এই ফুল••••••••
আবার তোর জন্ম হবে,
বাগিচার আঙিনায় তোর রূপের ছটা উড়বে ।
ফুল জানি তুই আবারও হাসবি••••••••
মুক্ত অঙ্গে দোলা দেবে শান্তির বাতাস,
ভ্রমরের গুঞ্জনে খুঁজে পাবি প্রেমের বিশ্বাস ।।


আমি আমিতেই - 1