দিগন্তে; আঁধারের কোলে সূর্য গেছে হারিয়ে,
রাত্রির চাদরে মোড়া জোনাকির মেলা;
জ্যোৎস্নায় ভিজে, প্রকৃতিও প্রাণ খোলা ।
ঘাসের ওপরে ওঠা ঠান্ডা হাওয়ার ঢেউ•••••••
ছুঁতে চায় মন, শরবীকে বুকে জড়িয়ে ।


নিশীথের প্রেমে ঝিঝিটা হয়েছে মাতোয়ারা,
মনেতে প্রেমের গান;
বুকে তে একরাশ শূন্যস্থান ।
প্রেয়শীর সন্ধানে গহীন অন্তরঙ্গে•••••••
রাত্রি ও আজ দিশেহারা ।


মোহিনী রাত্রির প্রেমে আপন ঘোরে,
ক্ষুধাতুর মাঝি গান গেয়ে চলে;
দখিনা হাওয়ার অন্তরালে, অসহায় পাল তুলে ।
ঘরেতে প্রিয়া বিনিদ্র রাত্রি••••••
সোহাগি আশায় মরে ।


প্রহরের পর প্রহর গেছে হারিয়ে,
ম্লান মুখে তারারাও মিটিমিটি চেয়ে রয়;
দুরু দুরু বুকে এই বুঝি ভোর হয় ।
পূবের আকাশে রক্ত করবীর ছটা••••••
একান্ত রজনীর সময় যাচ্ছে ফুরিয়ে ।।



প্রেম মানেনা বারণ - 1