স্বাধীন........
বড্ড হাসি পায়......
সুদ্ধ চিত্তে, চেতনা সামলে,
আমরা নাকি আজ স্বাধীন.......?
যদিও আমরা মূর্খ নই, উচ্চশিক্ষিত ।
তবুও স্বাধীনতা নিয়ে......
ভাবনা টাই যে বিক্ষিপ্ত ।


আজও সীমান্ত কাঁটা জালে........
শত রক্তাক্ত হৃদয় ।
সন্ত্রাস বাদি মুখোশে, ওরা যে ভদ্র......
তাই আজও চিরে ফালাফাল্ করে বক্ষ দয় ।
অভাগা এ মন........
করে  ক্রন্দন........
মাতৃ হারা শিশু, খোঁজে আশ্রয়,
সমাজ.......নাকি সভ্য........?
তবুও হয় না তার সহায় ।


স্বাধীন সমাজ......
সত্যি ই কি স্বাধীন.......?
ছোট্ট কিশোরী, আজও পথ চলা হয় দুষ্কর,
পিতৃসম মানুষের, পড়ে যে কূনজর ।
বন্দুক বাজি দামামা, করে যে আজ নৃত্য,
সমাজ, মুখেতে কুলুপ, হয়ে যে তারই ভৃত্য ।


যদি অন্তর দহনে, হৃদয় না দগ্ধ হয়........
তবে.......স্বাধীনতা.......নাঃ......
সেতো কোনোদিনও আসবার নয় ।।



আমি আমিতেই - 19