এটা স্নিগ্ধ মায়ার গল্প
বাস্তবতায় ফেলে আসা কল্প,
প্রতিশ্রুতি জুড়ে দেয়ার সুরে কোলাহল ভাসানোয় ব্যস্ত;
সমুদ্রের হাহাকারে পরাজিত সব  ভ্রান্ত তথ্য
বিষাদের মেঘে  সেই  নির্জনতার সত্য।


কিছু লজ্জা মাখা নীরব রোমন্থন
নিজর্নতার কোলাহল বেয়ে ভাসা কথপোকথন,
স্বাধীন করে তৃপ্ত আজ ওই স্মৃতি সমীক্ষণ।


কিছু ফেলে আসা অমলিন দর্শন
কল্পনা জাপটে পুরনো সেই রোমন্থন,
বাস্তবতার হাহাকার ঢেউ এ মিলিয়ে
করুণ সুরের সেই স্মৃতি সমীক্ষণ।

কিছু আগলানো অনুভূতির ক্যানভাস
রঙহীন  তুলিতে আঁকা কাঠ গোলাপের সুবাস,
অভিমান লুকিয়ে কোন নির্বাক নির্বাসন
কল্পনার বিষাদ  জমে হোক এই স্মৃতি সমীক্ষণ।