নৈশব্দের অন্ধকারে পড়ে থাকা
ওই শিশুটিকে শিক্ষা দাও।
যাকে তোমরা ভেবেছো সমাজের ফাও
নইলে ও হবে একদিন তোমাদের মাও।
প্রান্তিক অরণ্যের ঘন কুয়াশায়
শাল পাতায় মোড়া জীবনশৈলী,
কালের অন্ধকারে মুখ ঢেকে নৈশব্দের ক্রন্দনে
চাপ চাপ বারুদের গন্ধে ভরে দেবে পৃথিবী।
ওগো স্বার্থপর তোমার স্বার্থে
ওই শিশুটিকে শিক্ষা  দাও।
নতুন প্রভাতে দেখুক রক্তিম সূর্য
ফুলে ফলে ভরে উঠুক নতুন পৃথিবী,
স্বাদের আহ্লাদে হাঁটুক পথ….
ওই শিশুটিকে শিক্ষা দাও
ওকে করো নাকো প্রান্তিক
ওকে বলো তুমি বীরের জীব
সাহস অবলম্বন করো, তোমাতে
অমিত শক্তি নাচিছে শ্যামা
দুর্বল শিরে জেগে উঠুক জ্ঞাণদীপ্তি।
ওই শিশুটিকে শিক্ষা দাও…
নৈশব্দের ঘন জঙ্গল পেরিয়ে
কাঁকরমাখা ধূলো পাথরে
কিছু আঁকিবুঁকি টেনে
খেলার ছলে শালপাতা ভরে,
ওই শিশুটিকে শিক্ষা দাও।
যাকে তোমরা ভেবেছো সমাজের ফাও
নইলে ও একদিন হবে তোমাদের মাও।