ব্রততীর হাত ধরে কবিতাকে ভালোলাগা
ধীরে ধীরে তার প্রেমে পড়া......
প্রেম প্রেয়সীর মায়াজালে দিন-দুপুরে
রাতের অন্ধকারে একাকী নির্জনে,
আমার কাঁচামন তাঁর শরীরের
আনাচে-কানাচে টেনেছে আঁকিবুঁকি।
কবিতা আমাকে বাঁধা দেয়নি......  
কখনো খুলেছে তাঁর অনাবৃত শরীর,
আবার কখনো কঠোর-কঠিন।
আমি বুঝেছি তাঁর লাজুকতা,
বুঝেছি আমার দুর্বলতা।
কিন্তু কবিতা আজও
আমাকে দুরে সরিয়ে দেয়নি,
আমিও কবিতাকে কাছে টেনে নিয়েছি
আমার বেঁচে থাকার শেষ রক্ত কণিকায়......।