কবির স্রষ্টা যে তুমি বিখ্যাত ভারতে !
হিমালয় পর্বতে পবিত্র অবস্থান ,
উজ্জ্বল তুষার প্রভা করলে প্রদান ;
কুসুমিত অবস্থায় আছো কবিতাতে ।

এ যে অসম্ভব সৃষ্টি বাংলার মাটিতে -
স্পর্শে সোনা হলো জন্মভূমি শ্রীচরণে ,
ক'জন্মের সাধনার ফল এ'জীবনে ;
ছড়িয়ে দিলে স্মৃতি রুপে সারা জগতে ।


মুক্ত হস্তে করলে প্রদান গীতাঞ্জলি :
সারা ভারতবর্ষ গর্বিত হলো তাতে ,
পুষ্প মালা ছন্দে এলো কণ্ঠে সুসঙ্গীতে ;
শত কোটি ভারতবাসির শ্রদ্ধাঞ্জলি ।


কবি বিশ্ব মাঝে গড়লে অবতারত্ব ,
যবে জাতীয় সঙ্গীত করলে অর্পিত ।