চলার পথে
     - সুখেন্দু মাইতি


করতে করতে অপেক্ষা দূরত্ব যাচ্ছে বেড়ে,
প্রিয়জনদের সাথে সম্পর্ক বাস্তব নিচ্ছে কেড়ে।


এই প্রতিযোগিতায় কাজ গুলো সব ব্যস্ত করে তুলছে,
সকাল থেকে সন্ধ্যা হচ্ছে না রাতের ঘুম কেড়ে নিচ্ছে।


দিন দিনের কাজের চাপ এসে পড়ছে ঘারে,
আর সব কিছু ভুলিয়ে দিচ্ছে একটু একটু করে।


মন থেকে বদলায়নি আমি আগের মতই আছি,
লক্ষ্যে পৌঁছতে হবে তাই একটু বদলে গেছি।
আসলে কি দায়িত্ব নেওয়াটা খুব কঠিন,


দায়িত্ব নেব আগে ভাবিনি তো কোনদিন।


আরো ব্যস্ত হয়ে পড়বো আরো বাড়বে কাজ,
শুধু কেমন কেমন লাগছে ভাবতে হচ্ছে আজ।
সুখে থাকব একটু সুখের তোরে যাচ্ছি অনেক দূরে,
দূরত্বকে করে দূর কাছেরকে করে নেব আপন করে।


সবকিছু সব ঠিক হয়ে যাবে একটা শুধু সমাধান,
বাস্তব বড় নিষ্ঠুর ধৈর্যের সীমা ভাঙলেই কল্যাণ।