এবার পুজো মন ভাঙা গান,
হারানো জীবন আপন জনের প্রাণ।
কোথায় আনন্দ-উল্লাস,
সাজানো বাগান কাশ ফুল ঘাস।


ভাবনা ছিল মনের মাঝে,
কিছু করার স্বপ্ন ছিল আপন কাজে।
থমকে গেল হঠাৎ করে,
ভাগ্যের চাকা ঘুরল না আর জরে।


কেউতো কাজ হারালো,
কেউ কাজ ছেড়ে পালিয়ে গেল।
দুর্দশা অভাগার সংসার,
চলছে যা হোক করে ধাক্কা মার।


তাতেও পূজা হবেই হবে,
যারা আছে পারবে করবে করবে।
ধুমধাম আতস বাজির শব্দ,
পূজাতে চলবে রাজনীতির জব্দ।