হাঁদল পাখি ,
আমার নয়ন তারা দু'টি আঁখি ।
আমি যা জানি ,
তাইতো মানি ।
চেয়েছি ওগো চেয়েছি ,
তাইতো তোমায় পেয়েছি ।
উপহার ,
চিরোদিনি তুমি যে আমার ।
ছোটো নদী বড়ো গ্রাম ,
তোমার জন্য আমার সংগ্রাম ।
লেখা পড়া ,
আমাকে করছে তাড়া ।
ছিলো যা হারিয়ে ফেলেছি ,
তাই তো তোমায় খুঁজে চলেছি ।
জীবন মানে স্বপ্ন ,
আমি যে তোমার প্রেমে মগ্ন ।
যদি'গো পেতাম ফিরে পেতাম ,
খুশির স্রোতে ভেসে যেতাম ।
মন কে মিছি মিছি ভুলানো ,
তুমি যে আমার শুধু আমার জন্য ।
চলে গেল দিন ,
সে কি ফিরে আসবে কোন দিন ?
চাঁদের ফুল শয্যা ,
দেখতে তো নেই লজ্জা ।
এসো তরুন এসো নবীন ,
শুরু কর যা খুশি সৃষ্টিহীন ।
দিন দেখি দিন আনন্দ কত ,
যত দেখি নতুন তত ।
কেউ এসেছে সঙ্গোপনে ,
ঢেউ লেগেছে মনে প্রাণে ,
ফুল ফুলের ,
গন্ধ ভাসে বাগানে কাদের ?
প্রিয়তমা ,
মনে রেখ তুমি যে আমার অনুপমা ।
হাঁদল পাখি 2 ,
প্রেম প্রিয়সী খুকু ।
নাম নাজানা ফুল ,
বেশ লাগে খঁপাতে দিয়ে বাঁধলে চুল ।
বন্ধবী,
তোমার জন্য ভালোলাগে আঁকতে ছবি ।
ভালোবাসার দাম ,
রাখতে আমিই হলাম গোলাম ।
ভালোবাসি শুধু ভালোবাসি ,
তাই তোমার কাছে ছুটে আসি ।
জীবন জোয়ার ভাটা ,
জীবনটা যে ফুলের জাগায় কাঁটা ।
আমার কলেজ ,
বন্ধ হয়েগেছে তাই নিয়ে অল্প নলেজ ।
প্রেম আমার ,
এ কোন ঠিকানায় নিয়ে এলো তার ।
ঐ তুমি ঐ আমি ,
যাচ্ছি ভেসে প্রেম যমুনায় ডাকে সুনামি ।
আমার ইচ্ছা ,
বাধা মানছে না বাড়াছে খরচা ।
কবি ও কবিতা ,
পাগল করে মারছে সীমাবদ্ধতা ।
চেনা সেই সুর ,
মনের দুয়ারে করে ঘুর ঘুর ।
স্বদেশে অবজ্ঞা ,
বাড়ছে নিষ্ঠুর প্রতিজ্ঞা ।
আমাদের ছোটো নদী ,
ভালোবাসা ভাসিয়ে নিয়ে যায় যদি ।
তুমিন আমি এক সাথে ,
ভেসে যাব নদীতে নদীতে ।
চাঁদ মুখ ,
দেয় সুখ ।
কচি কলাপাতা ,
নাচে তা-তা-ধিন-তা ।
অঙ্কিতা ,
আমার কবিতা ।
সত্যের আলো ,
জেনেছি কত ভালো ।
'ও' আমার তুই ,
তোর বীহনে কেমনে ঘুম আসে আমি শুই ।
তুমি যত দূরে তত কাছে ,
যত দূরেই যাও আমার মনটি তোমার পাছে পড়ে আছে ।
দু'জনে দু'জনে ,
জপছি প্রেম মালা মনে মনে ।
আজ আমি আজ তুমি ,
মনে হয় আবহাওয়া মৌসমি ,
মন করেছে ব্রত ,
তোমারি আমি থাকব বিপদ আসুক যত ।
চেয়ে আছি ,
কবে দেখা হবে কাছাকাছি ।
তোমার আমার জীবন বীনা ,
সুরে সুরে ভেসে যাবে কি না ?
যা চাই মিছি মিছি চাই তোমার কাছে ।
সবি পেয়েছি তোমার আর কি দেওয়ার আছে ?
হাঁন্দল পাখি ৩ ,
আমার মন জুড়ে ওড়ে সারাদিন ।
চাঁদনি আলোর জলসা ,
মন মেতেছে লাগে নেশা নেশা ।
অ আ ক খ ,
মন বলে প্রেম করা কাকে বলে শিখ ।
আমি তোমার জন্য ,
প্রেমে পড়ে হয়েছি ধন্য ।
আমার বাড়ির ঠিকানা ,
এখনো কেউ জানেনা ।
দিনে রাতে স্বপ্ন আমার স্বপ্ন দেখা ,
সময় পেলেই ঝুপ করে কবিতা লেখা ।
সুরে সুরে আজীবন শোনাতে চায় মন তোমাকে ,
তুমি আমার আমি তোমার ভালোবাসা জানুক লোকে ।
জীবনে একা প্রথম দেখা ,
শুরু তাই কবিতা লেখা ।
পারু বিনা দারু ,
এ কি এল জীবন শুরু ।
তোমরা আমায় দাওনা যতই গাল মন্দ ,
তাতে আমার একটুও কমবে না জীবনের ছন্দ ।
আজ আমার কবিতা ,
প্রকাশ করে মনের নিরবতা ।
ভালোলাগে শুধু তোমাকে ,
এ কথা বলিনিতো এখনো কাউ কে ।
আই লাভ ইউ ,
টেল মি প্লিস থেঙ্ক ইউ ।
ভালো না মন্দ তুমি ,
সে তো আমার মন জানে জানি না তো আমি ।
বৃষ্টি তুমি চলে যাও ,
কপালকে ভিজিয়ে কি খুশি তুমি পাও ?
আজ আর নেই ,
পূর্নিমা চাঁদ চলে গেল অন্ধকারেই ।
তোমারি থাকব ,
এইটুকু শুধু বলে রাখব ।
আবল তাবল ,
মন তুই কেন হলি পাগল ,
সঙ্গোপনে ,
প্রেমকে আনলি খামোখা টেনে ।
পলকের ক্ষনে ক্ষনে ,
এ কি নেশা ছায়ল হৃদয় গগনে ।
নাম রেখেছি বউ ,
আমি জানি আর জানেনি কেউ ।
বলাই আছে কানাই আমার ,
সবাই জানে বলছি তবো আবার ।
লাইলার জন্য ডিউটি ,
লাইলা যে আমার একটি ।
এক খানি সাধ ,
সাধ মিটাতেই হলো বরবাদ !
না জানে আমার মন ,
কেন হয় কেমন কেমন ।
বন্ধু আসছি আবার ফিরে ,
তোমার কথা মনে করে ।
ওড়ো চিঠি ,
পেয়ে হাতে তোমার পানে দিলাম দৃষ্টি ।
তোমার জন্য ,
আজও আমি একা যেন ।
বন্ধু তোমার ,
দেখাপাই হিজল গাছের ছায় পুকুর পাড়ে আবার ।
কানাই ,
সব হারিয়েও যেন তোকে ফিরে পাই ।
বলল দেখি ,
আমি কেন লেখি ।
পরম পাওয়া ,
আমার যে শুধু তোমায় চাওয়া ।
মন মেঘ নয়নে বৃষ্টি ,
কেন পড়েনা তোমার দৃষ্টি ।
পাশা পাশি দুটি নাম ,
হয়ে যায় যদি বদনাম ।
কিছু কথা ,
হৃদয়ের বেদনা ব্যাথা ।
পাগলতো হবই ,
ভালোবাসি চিতকার করেতো বলবই ।
জয় ভারত ,
তিন রঙে ছেয়ে গেছে গোটা শরত ।
মানুষ হয়ে মামুষের ,
দিয়ে যাব প্ররিচয় আমাদের ।
সুন্দর ,
হৃদয় ও অন্তর ।
দীলখিল যন্তর ,
ছোড়িয়ে যাক সে খবর ।
নাম রেখেছি ছোট্টো করে ,
সেই নাম রয়ে যাক বিশ্ব জুড়ে ।
মিনতি ,
করলাম তোমার কাছে সত্যি ।
শুভ রাখীবন্ধন ,
ভরে যাক প্রীতি ও শুভেচ্ছায়বাঙালীর হৃত স্পন্দন ।
আমি একা ,
এই পার্থনা আমার রাখা ।
তোর তরে ,
আনব আমি বিশ্ব জয় করে ।
ভালোবাসা রাজা প্রজা আমি ,
তোর জন্য নিজেকে দিলাম সেলামি ।
মা আমার ডাকছে ঘরে ,
আমি কি থাকতে পারি মায়ের কথা আমান্য করে ?
জিতে নেব দুনিয়া ,
প্রেম দিয়ে গুনিয়া ।
সব কিছু ভালোলাগে সব কিছু হারালে ,
নতুনকে ভালোলাগে পুরনোকে ছাড়লে ।
যার জন্য করি চুরি সেই বলে চোর ,
দুনিয়াটা এখন তার আছে যার জোর ।
জাগে ঢেউ ,
হৃদয় কূলে ডাকে কেউ ।
কবি ও কল্পনা ,
তার ছবি যন্তনা ।
বন্ধু তোমার দেখা নাই ,
সুখ ও দুঃখ তোমার সাথে থাকতে চাই ।
এক কুড়ী ছুঁই ছুঁই ,
তোমার ছোঁয়া আশাতে বশে রই ।
বংঙ্গ মাতা ,
তোমায় উতসর্গ করলাম আমার যত কবিতা ।
শত-কবিতা-শীরোনাম ,
সুপ্রভাতে প্রকাশত করিলাম ।


         -=___*___=-


বি দ্রঃ- আজ আমি বাহাদুরি দেখাছিনা , আমি একজন সাধারন কবি হতে চাই ।
আর আমি এও জানিনা কবি হতেহলে কি কি তার নিয়ম অবল্মন করতে হয় ।
আমি শুধু মনের কথা লিখে প্রকাশ করছি মাত্র ।
এই লেখার মধ্যদিয়ে আমি আমাকে প্রকাশ করতে চাই ।
আমার যা ইচ্ছা আমি সকল মানুষকে নিয়ে সেয়ার করছি এইটুকুই !