মা আমার ডাকছে ঘরে
- সুখেন্দু মাইতি


মা আমার ডাকছে মোরে ,
                                 ফিরে আয় ঘরে।
সোনা আমার লক্ষ্মী সোনা ,
                  সাত রাজার ধন চাঁদের কণা ।
আর থাকিস না দূরে ,
                        মায়ের কোল শূন্য করে।
মা'গো তোমার সোনা ,  
                 আর ছোট্টটি নয় চাঁদের কণা ।
ডেকেছ যখন ঠিক আসব ঘরে ,
                 সবুর কর আর কিছু দিন পরে ।
জীবিকার তরে বিভুঁই গমন
                কর্মবিনা কেমন কাটাই জীবন ।
দূর দেশে যেদিন দিলাম পাড়ি ,
         দুঃখ ঘুচাবে তোমারও হবে গাড়ি বাড়ি ।
মা তোমার চোখে জল দেখে ,
                কষ্ট হয় থাকতে পারিনা দুঃখে ।
করেছি পন করব জয় ,
                   তোমার নামে রাখব সঞ্চয় ।
বিশ্ব একদিন দেখবে মা'গো ,
            সবার সেরা তোমার সোনা যে'গো ।
জগৎ জুড়ে জুটবে খ্যাতি ,
                       বুক ফেটে আসবে ফুর্তি ।
সেদিনের অপেক্ষায় থেকো মা ,
                 আমায় ভুল বুঝনা কর ক্ষমা ।


            _====*====_